সুপ্রিম নির্দেশে আরও অস্বস্তিতে \'তাণ্ডব\' ছবি নির্মাতারা, গ্রেফতারির রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে ওয়েব সিরিজের অভিনেতা মহম্মদ জিশান আয়ুব, ও আমাজন প্রাইম ভিডিও তাণ্ডব নির্মাতারা গ্রেফতারির রক্ষাকবচ দাবি করেছিলেন। ২৭ জানুয়ারি সেই রক্ষাকবচের আবেদনই খারিজ করে দেওয়া হয়। বিতর্কিত ওয়েব সিরিজের পরিচালক, প্রযোজক, অভিনেতা-অভিনেত্রী এবং লেখকের আবেদন ছিল, গ্রেফতারি এড়ানোর জন্য তাঁদের রক্ষাকবচ দেওয়া হোক। ধর্মীয় ভাবাবেগে আঘাত ও হিন্দু দেবদেবীর অপমানের অভিযোগে অ্যামাজন প্রাইমের এই সিরিজের বিরুদ্ধে ৩টি এফআইআর দায়ের হয় উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, দিল্লি এবং চন্ডীগড়েও অভিযোগ দায়ের হয়েছে। প্রসঙ্গত, একাধিক শহরে দায়ের হওয়া একাধিক ফৌজদারি মামলার তদন্ত প্রক্রিয়াকে একটি শহরে নিয়ে আসার আবেদনও জানানো হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি সুভাষ রেড্ডি এবং বিচারপতি এমআর শাহ-র বেঞ্চ আবেদনের শুনানিতে আর্জি খারিজ করে দেয়। অভিযোগ, পুলিশকর্মীদের ভাবমূর্তি নষ্ট, হিন্দুদেবদেবীর অপমান করে ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং প্রধানমন্ত্রীর চরিত্রের মাধ্যমে অবমাননা।